সংক্রান্তির আগেই ফিরেছে শীত। তবে শুধু ফেরেইনি, আরও একবার জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভবনা রয়েছে বঙ্গে। মৌসম ভবনের পূ্র্বাভাস, উত্তর-পশ্চিম শীতল হাওয়ার দাপটে পারদ আরও নামবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। শুক্রবার কলকাতার তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা বৃহস্পতিবারের তুলনায় প্রায় ২ ডিগ্রি কম। আগামী ২৪ ঘন্টায় কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রি থাকবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া
দফতর সূত্রে খবর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ সহ
দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি বা তারও কমে নামতে পারে।
শৈত্যপ্রবাহও হতে পারে। এদিকে চলতি সপ্তাহের প্রথম থেকেই ঘন কুয়াশার দাপট
রয়েছে উত্তরবঙ্গে। ডুয়ার্স, জলপাইগুড়ি ও দার্জিলিং-সহ একাধিক জায়গায়
পরিস্থিতি এখনই বদলের সম্ভাবনা নেই। প্রবল শৈত্যপ্রবাহের সতর্কতা জারি
হয়েছে উত্তর পশ্চিম ভারতেও। বৃহস্পতিবার থেকে শ্রীনগরের তাপমাত্রা নেমেছে -
৮.৪ ডিগ্রি সেলয়িয়াসে। দিল্লির তাপমাত্রা ৩.২ ডিগ্রি। আবহাওয়া দফতর
জানিয়েছে, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং
উত্তরাখণ্ডের কোনও কোনও জায়গায় আগামী তিনদিন কোল্ড ডে-র মতো পরিস্থিতি
তৈরি হতে পারে।
Post a Comment
Thank You for your important feedback