ভারতে যত সঙ্গীতশিল্পী তথা সঙ্গীত বিশেষজ্ঞ জন্মেছেন তার শীর্ষ নাম লতা মঙ্গেশকর। ১০০ বছর পরেও লতার মতো সুকণ্ঠী আর আসবে না বলে জানিয়েছিলেন প্রয়াত শচীন দেববর্মন। ভারতের বিভিন্ন প্রাদেশিক সঙ্গীত পরিবেশনও করেছেন। সঙ্গীতজগতে মুকুটহীন মহারানির মর্যাদা পেয়েছেন তিনি। কিন্তু এহেন লতাকেও সোশ্যাল যেতে ছেড়ে কথা বলা হয়নি। ফেসবুক বা টুইটে কারও মন্তব্যের কোনও বাধা নেই। যে যা খুশি লিখতে পারে যদি না ওই লেখার উপর দলবদ্ধ কোনও প্রতিবাদ ওঠে। লতা সম্বন্ধে কাবেরী নামে এক টুইট লেখা হয়েছে " লতা মঙ্গেশকরের কণ্ঠ অসাধারণ এ কথা ভারতীয়দের মগজ ধোলাই করে বোঝাতে হয়।"
এই টুইট প্রকাশ হওয়ার পর ঝড় বয়ে যায়। কিছু মানুষ সমর্থন করে টুইটটিকে, আবার প্রতিবাদও হয়। আক্রমণ এবং বিদ্রুপের বিরুদ্ধে গর্জে উঠেছেন আদনান সামি এবং বিবেক অগ্নিহোত্রী। আদনান টুইট করে লিখেছেন, বাঁদর আর আদার স্বাদ বুঝবে কী করে? নিজেকে বোকা প্রমাণ করার চেয়ে চুপ করে থাকা ভালো। প্রতিবাদ উঠেছে অন্য প্রান্ত থেকেও।
Indians have been brainwashed into thinking that Lata Mangeshkar has a good voice.
— Kaveri 🇮🇳 (@ikaveri) January 13, 2021
Post a Comment
Thank You for your important feedback