রাজ্যের মোট বিধানসভা আসন সংখ্যা ২৯৪টি। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপি মোটামুটি সবকটি আসনেই লড়াই করতে চলেছে। কিন্তু প্রদেশ কংগ্রেস এবং বামফ্রন্ট লড়াই করবে জোট বেধেই আসন্ন বিধানসভা নির্বাচনে। এই জোট প্রক্রিয়া সম্পন্ন করতে রবিবার কলকাতায় বৈঠকে বসেন বাম ও কংগ্রেস উভয় দলের শীর্ষ নেতারা। বৈঠকে আসন রফা নিয়ে বিশদে আলোচনাও হয়। কিন্তু জোট নিয়ে জট কাটল না বলেই জানা যাচ্ছে। সূত্রের খবর, এই বৈঠকে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বামফ্রন্টের কাছে ১৩০ আসন চায় ভোটে প্রার্থী দেওয়ার জন্য। কিন্তু এত আসন কংগ্রেসকে ছাড়তে নারাজ বামফ্রন্ট। এই পরিস্থিতিতে বৈঠকের মাঝেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী একবার উত্তেজিত হয়ে বৈঠক ছাড়তে চান বলেও জানা যাচ্ছে। এমনকি জোট বৈঠকের পর সাংবাদিক সম্মেলনেও তিনি থাকতে রাজি ছিলেন না। পরে অবশ্য জোটের স্বার্থেই তিনি শান্ত হন। যদিও জোট বৈঠকে উত্তেজনার আঁচ পাওয়া গেল অধীরের সাংবাদিক বৈঠকেই। যদিও আসন সমঝোতা নিয়ে কোনও প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গিয়েছেন এদিন।
সূত্রের খবর, বামেদের সঙ্গে জোট বৈঠকে কংগ্রেস নেতৃত্ব দাবি করেন
মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার
বেশিরভাগ আসন। সবমিলিয়ে ১৩০ আসনে কংগ্রেস বিধানসভায় প্রতিদ্বন্দ্বীতা করতে
চেয়েছে। কিন্তু বাম দলগুলি কংগ্রেসকে এত আসন ছাড়তে নারাজ। তাঁদের দাবি, এই
সমস্ত জেলায় বামেদের ভোটব্যাঙ্কও যথেষ্ঠ। তাই কংগ্রেসকে একা এত আসন ছাড়তে
নারাজ বামফ্রন্টের নেতারা। ফলে আলোচনা ভেস্তে যায়। তবে জানানো হয়েছে ফের
জোট বৈঠক হবে আগামী ২৫ জানুয়ারি। চলতি মাসেই আসন রফা সম্পন্ন হবে বলেও আশা
প্রকাশ করে দুই তরফে। এদিনের বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু,
সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক
নরেন চট্টোপাধ্যায়, আরএসপি’র মনোজ ভট্টাচার্য ও সিপিআইয়ের স্বপন
বন্দোপাধ্যায় উপস্থিত ছিলেন। অপরদিকে কংগ্রেসের পক্ষ থেকে ছিলেন অধীররঞ্জন
চৌধুরী, বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও সাংসদ প্রদীপ ভট্টাচার্য।
Post a Comment
Thank You for your important feedback