করোনাভাইরাসের নতুন স্ট্রেনের সংক্রমণ ঠেকাতে গোটা ব্রিটেন জুড়েই জারি করা হল লকডাউন। সোমবার রাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তাঁর বাসভবন থেকে টেলিভিশনে অন্তত আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করেছেন। আগের তুলনায় আরও বেশি সংক্রামক এই নয়া চরিত্রের ভাইরাস মোকাবিলা করতে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি জানিয়েছেন। ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে।
অতিমারী শুরুর পর ফের সংক্রমণের শীর্ষে পৌঁছেছে ব্রিটেন। নতুন সংক্রমণ ৫৮,৭৮৪। সবমিলিয়ে সেখানে আক্রান্ত ২৭,১৩,৫৬৩ জন। ২৮ দিনের মধ্যে মারা গিয়েছেন ৪০৭ জন, মোট মৃত ৭৫,৪৩১। জনসন জানিয়েছেন, ব্রিটেনের হাসপাতালগুলিতে অত্যন্ত চাপে রয়েছে। তাই জরুরি কাজ ছাড়া বাড়িতেই থাকতে হবে। তবে আগেরবারের তুলনায় এবার একটা তফাত রয়েছে, এবার টিকাকরণ চলছে।
Post a Comment
Thank You for your important feedback