ম্যায় কুমারী হুঁ, তেজ কাটারি হুঁ, লেকিন সির্ফ তুমহারি হুঁ। জনগণের মাঝে দাঁড়িয়ে ম্যাডাম মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, তিনি মুখ্যমন্ত্রী হতে প্রস্তুত। সম্প্রতি প্রকাশ্যে এসেছে রিচা চড্ডার নতুন সিনেমা ম্যাডাম চিফ মিনিস্টার-এর ট্রেলার। বলিউডে গুঞ্জন, দলিত রাজনীতির প্রেক্ষাপটে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর জীবনের অনুপ্রেরণায় তৈরি হয়েছে এই সিনেমা।
পরিচালক সুভাষ কাপুরের এই সিনেমায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সৌরভ শুক্লা, অক্ষয় ওবেরয়। রিচার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন মানব কউল। এছাড়াও নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন। যদিও ইতিমধ্যেই দলিত রাজনীতির গল্পে কেন কোনও দলিত অভিনেতাকে নেওয়া হল না, তাই নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। ২২ জানুয়ারি মুক্তি পাবে ‘ম্যাডাম চিফ মিনিস্টার’।
This revolution is only getting started! Get ready for my upcoming movie #MadamChiefMinister. Movie releasing on 22nd January. Trailer out now, tune in now - https://t.co/xCEXU67H0y @saurabhshukla_s #ManavKaul @TSeries #BhushanKumar #KrishanKumar @subkapoor @KangraTalkies
— TheRichaChadha (@RichaChadha) January 6, 2021
Post a Comment
Thank You for your important feedback