মমতার সভার আগেই ‘Go Back’ পোস্টার নন্দীগ্রামে

সোমবার শুভেন্দু অধিকারীর খাস তালুক নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর আজই প্রথমবার নন্দীগ্রামে পা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী। এই নন্দীগ্রামের মাটি থেকেই উত্থান তৃণমূলের বলে দাবি করে থাকেন শাসকদলের বহু নেতা। এখানে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী বহুবার ছুটে গিয়েছেন বিগত কয়েক বছরে। কিন্তু তখন পটভূমি ছিল আলাদা, এখন পরিস্থিতি আলাদা। সেই তৃণমূল নেত্রী নন্দীগ্রামে পা রাখার আগেই সেখানে পোস্টার পড়ল, তাৎপর্যপূর্ণভাবে সেটা নেত্রীর নামে ‘গো ব্যাক’ পোস্টার। এদিন নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমদাবাদ-১ অঞ্চলে বিস্তৃর্ণ এলাকা ছেয়ে গেল ‘মমতা ব্যানার্জি গো-ব্যাক’ লেখা পোস্টারে। ভোরবেলা এলাকাবাসী ঘুম থেকে উঠেই এই পোস্টারগুলি দেখেন। ফলে মুহূর্তে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে যায় শাসকদলের নেতারাও। এখনও পর্যন্ত জানা গিয়েছে রাতের অন্ধকারে কেউ বা কারা এই পোস্টারগুলি সাঁটিয়ে গিয়েছে। 

অপরদিকে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ঘিরে সাজ সাজ রব গোটা নন্দীগ্রামে। কাঁথির বিখ্যাত পরিবারকে ছাড়াই এদিন নন্দীগ্রামে সভার আয়োজন করছে তৃণমূল কংগ্রেস। ফলে সভায় ভিড় বা জনসমাগম একটা বড় চ্যালেঞ্জ শাসকদলের। পাশাপাশি বাংলার রাজনৈতিক মহল এদিনের সভার দিকে উৎসুকভাবে তাকিয়ে রয়েছে। কারণ নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী শুভেন্দু বা অধিকারী পরিবারের উদ্দেশে কী বলেন সেটা শোনার জন্য মুখিয়ে সবাই। তৃণমূল সূত্রে খবর, এদিন নন্দীগ্রামে সভার পাশাপাশি  কোলাঘাট সার্কিট হাউসে আজ আসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সেখানে তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। এখানে রাতে জেলা তৃণমূলের নেতৃত্বেদের সাথে বৈঠকও করতে পারেন তৃণমূল নেত্রী।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post