দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে খুন। সোমবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার উগরিটোলা গ্রামে। মৃত গৃহবধূর নাম চন্দনা রায় (৩৫)। ফেরার অভিযুক্ত স্বামীর খোঁজে তল্লাশি শুরু করেছে মানিকচক থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, ওই গৃহবধূর স্বামী ঝন্টু রায় বেশ কয়েকমাস ধরে কোনও কাজ করতেন না। এনিয়ে প্রায়ই সংসারে অশান্তি লেগে থাকত। সোমবার সন্ধ্যায় এই নিয়েই ফের ঝামেলা হয়। প্রাথমিক অনুমান, এই ঝামেলার কারণেই স্ত্রীকে খুন করেছেন ঝন্টু রায়। মৃতার মেয়ে জয়শ্রী রায় জানান, তাঁর মা রাতে সিঁড়ির ঘরে রান্না করছিলেন। সেসময় ঘরেই ছিলেন তিনি। হঠাৎ চিৎকার শুনতে পেয়ে ছুটে আসতেই দেখেন বাবা পালিয়ে যাচ্ছেন। এরপরই নজরে আসে তাঁর মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাঁর কাঁধের কাছে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। স্থানীয়দের সাহায্যে রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে মানিকচক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনার পরই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত স্বামী। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে মানিকচক থানার পুলিশ।
Post a Comment
Thank You for your important feedback