বুধবার মধ্যরাতে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা টিভির সামনে উন্মুখ হয়ে অপেক্ষায় থাকবেন ম্যাঞ্চেস্টার ডার্বির মজা উপভোগ করতে। ইংল্যান্ডের দুই বড় দলের লড়াই ঘিরে পারদ চড়ছে ম্যাঞ্চেস্টারে। কারাবাও কাপের (ইএফএল কাপ) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে যুযুধান দুই দল। করোনার জেরে দীর্ঘ অপেক্ষার পর গত বছরের ১২ ডিসেম্বর ইপিএলে গ্যালারিতে কম সংখ্যক দর্শক নিয়ে হয়েছিল ম্যাঞ্চেস্টারের ডার্বি। ম্যাচ শেষ হয়েছিল গোলশূন্যভাবে।
এবার সম্ভবত ফাঁকা গ্যালারিতেই হতে চলেছে ম্যাচ, কারণ ইংল্যান্ডে করোনার নতুন স্ট্রেন ঘিরে লকডাউন। তবুও ফুটবলপ্রেমীরা মুখিয়ে রয়েছেন পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি এবং ওলে গুন্নার সোলসসেয়ারের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ডুয়েল দেখার জন্য। ইপিএলের গত মরশুমে রেড ডেভিলসের কাছে দুবার হেরেছে ম্যাঞ্চেস্টার সিটি। এবার কি গুরু পেপ বদলা নিতে পারবেন? ইপিএলে বর্তমানে ভালো ফর্মে রয়েছে ইউনাইটেড, সেক্ষেত্রে সামান্য হোঁচট খাচ্ছে সিটি। এই ম্যাচে যারা জিতবে তাঁরা ফাইনালে মুখোমুখি হবে হোসে মোরহিনহোর টটেনহ্যাম হটস্পারের। কারাবাও কাপের (ইএফএল কাপ) প্রথম সেমি ফাইনালে টটেনহ্যাম ২-০ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ড ক্লাবকে।
Post a Comment
Thank You for your important feedback