কোথায় গেলেন গোয়েন্দা শ্রীকান্ত? রহস্যের জট খুলবে ১২ ফেব্রুয়ারি

নিরুদ্দেশ গোয়েন্দা আধিকারিক শ্রীকান্ত তিওয়ারি। ফোনকল-মেসেজ করেও তাঁর কোনও হদিশ পাচ্ছেন না পরিবার এবং অফিসের সহকর্মীরা। কাজের সূত্রে নিজেই গা ঢাকা দিয়েছেন, নাকি কোনও বড়সড় বিপদে ফেঁসে গিয়েছেন শ্রীকান্ত? সেই রহস্যেরই জট খুলবে ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ২-তে। সদ্য মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজের টিজার। টিজারের শেষের দিকে ধরা দিয়েছেন গোয়েন্দা অফিসার শ্রীকান্ত ওরফে মনোজ বাজপেয়ী। আর মনোজের নয়া লুক নজর কেড়েছে দর্শকদের। আগামী ১২ ফেব্রুয়ারি আমাজন প্রাইমে মুক্তি পাবে এই ওয়েব সিরিজটি। তবে তার আগে ১৯ জানুয়ারি মুক্তি পাবে সিরিজের ট্রেলার।

২০১৯ সালে মুক্তি পেয়েছিল দ্য ফ্যামিলি ম্যান-এর প্রথম সিজন। যেখানে দেখা যায়, এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন গোয়েন্দা আধিকারিক শ্রীকান্ত তিওয়ারি। নিজের কাজের জায়গা ও পরিবার সবদিক সমানভাবে বজায় রেখেই চলছিলেন তিনি। তবে পেশার কারণে সংসারে টানাপোড়েন ছিলই। শ্রীকান্তের ভূমিকায়  মনোজ বাজপেয়ীর অভিনয় যথেষ্ট প্রশংসা পেয়েছিল। সিজন ২ কবে আসবে তার জন্য দীর্ঘ ১৬ মাস অপেক্ষায় ছিলেন দর্শকরা। এই ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী আক্কিনী সামান্থা। প্রথম সিজনের মতই, ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ২-ও সাফল্য পাবে বলেই আশাবাদী নির্মাতারা।




Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post