ভারতে টকি ফিল্ম শুরু হয় ঠিক ৯০ বছর আগে। সারা ভারতে নানান ভাষায় হাজার হাজার ছবি তৈরি হয়েছে তারপরে। নতুনত্ব বা অভিনবত্ব এসেছে সত্যজিৎ রায়ের পথের পাঁচালির হাত ধরে। কিন্তু শুধু সত্যজিৎ নন ভারতীয় সিনেমায় চমক এসেছে নানা ভাবে, শোলে যেমন চমক তেমনই আজকের ভিএফএক্স। কিন্তু কজন জানেন এক অভূতপূর্ব ছবি বানিয়েছিলেন প্রয়াত অভিনেতা পরিচালক সুনীল দত্ত। 'ইয়াদে' নামে ছবি করেছিলেন সুনীল ৫০-৬০ দশকে। এ ছবিতে একাই অভিনয়ে করেছিলেন সুনীল আর কোনও চরিত্র বা অভিনেতা, অভিনেত্রী ছিলেন না। ছবি তেমন চলেনি এবং আর কেউ এই ঝুঁকি নেননি।
আরও একটি ছবি তৈরি করেছিল কুন্দন শাহ ১৯৮৩ তে। কুন্দন গণনাট্য সংঘের সদস্য ছিলেন এবং তাঁর করা 'জানে ভি দো ইয়ারোঁ' তে অভিনয় করেছিলেন মূলত থিয়েটারের শিল্পীরা, ছিলেন নাসিরুদ্দিন শাহ। এই ছবিতে কমেডিয়ান সতীশ শাহ এক মৃতের ভূমিকায় অভিনয় করেছিলেন, ছবির ৮০ শতাংশই ছিলেন মৃতের চরিত্র। তবে ভূত নয়, ডেডবডি। তবে সতীশের মৃত শরীর কখনও শুয়ে কখনও দাঁড়িয়ে, কখনও বসে কখনও বা নানা সাজে। অনেকেই বলে মৃত সৈনিকের রোল। কিন্তু সতীশ ওই চরিত্র করে পুরস্কৃত হয়েছিলেন, কারণ শুরু থেকে শেষ তিনিই ছিলেন কেন্দ্রীয় চরিত্র |
Post a Comment
Thank You for your important feedback