বছরের শুরুতেই শনিবার কেরালা ব্লাস্টার্সকে ২-০ ব্যবধানে হারিয়ে লিগ শীর্ষে উঠে এল মুম্বই সিটি এফসি। ম্যাচের প্রথম তিন মিনিটের মাথায় পেনাল্টি পায় মুম্বই। পেনাস্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন অ্যাডাম লে ফন্ড্রে। চলতি মরশুমের আইএসএলে এটি তাঁর ৬ নম্বর গোল। তার ৮ মিনিটের ব্যবধানে গোল করেন মুম্বইয়ের তারকা মিডফিল্ডার হুগো বোউমাস। কেরালাকে পিছনে ফেলে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় মুম্বই সিটি এফসি। প্রথমার্ধে মুম্বই সিটি কয়েকে বার আক্রমণ করলেও গোল করতে প্রতিহত হয়।
দ্বিতীয়ার্ধে গোল শোধের চেষ্টায় মরিয়া হয়ে আক্রমণ করতে থাকে কিবু ভিকুনার কেরালা। কয়েকবার মুম্বইয়ের জালে বল জড়ালেও অফ সাইডের কারণে বাতিল হয়ে যায়। ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও নষ্ট করে মুম্বই। ৭০ মিনিটে পেনাল্টিও নষ্ট করেন হুগো বোউমাস। মুম্বইয়ের হেড কোচ সার্জিয়া লোবেরা জানান, ‘আমি খুব খুশি আরমিন্দারের পারফর্ম্যান্সের জন্য। আমরা ২-০ গোলের ব্যবধানে জিতেছি।’
৮ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট পেয়ে লিগ তালিকার শীর্ষে উঠে এল মুম্বই সিটি এফসি। অপরদিকে কেরালা ব্লাস্টার্স সমসংখ্যক ম্যাচ খেলে পেয়েছে ৬ পয়েন্ট। ১৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এটিকে-মোহনবাগান। রবিবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামবে হাবাসের এটিকে-মোহনবাগান।
A super performance from #TheIslanders to start 2️⃣0️⃣2️⃣1️⃣ on the right note! 💙#MCFCKBFC #AamchiCity 🔵 pic.twitter.com/FAWGf2VeUs
— Mumbai City FC (@MumbaiCityFC) January 2, 2021
Post a Comment
Thank You for your important feedback