কাশ্মীরে নয়া জমি আইনের প্রথম বলি পাঞ্জাবি স্বর্ণব্যবসায়ী

বাইরের লোকজনকে কাশ্মীরে জমি কেনার অধিকার দেওয়া বিতর্কিত জমি আইনের প্রথম বলি হলেন পাঞ্জাবের এক গয়না ব্যবসায়ী ৬৫ বছরের সতপাল নিশ্চল। শ্রীনগরে তাঁর রমরমা ব্যবসা চার দশকেরও বেশি। পুলিশ জানিয়েছে, জঙ্গিরা তাঁকে তাঁর দোকানের মধ্যেই গুলি করে। শ্রীনগরের সরাইবালা ও হরি সিং হাইস্ট্রিটে বহু বাইরে লোকের দোকান রয়েছে। এই হত্যার পর চরম আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে।
সতপাল বাবার হাত ধরে শ্রীনগরে এসেছিলেন ছোটবেলায়। শুরুর দিকে তিনি স্যাকরার কাজ করতেন। কিন্তু ক্রমে তিনি ব্যবসায় উন্নতি করেন। ইন্দিরানগরে তিনি বাড়ি তৈরি করে সেখানেই গত ২৫ বছর ধরে বাস করছিলেন। পুলিশের ধারণা, যদিও ৩৭০ ধারা বিলোপের পর নতুন জমি আইন হওয়ার আগেই তিনি জমি-বাড়ি করেছিলেন, তবুও নিজেকে সপরিবারে কাশ্মীরের বাসিন্দা হিসেবে নথিভুক্ত করার সিদ্ধান্তই তাঁর হত্যার কারণ। তাঁর পরিবারকে সম্প্রতি স্থানীয় নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়া হয়েছিল। এর ফলে তাঁরা সরকারি চাকরি পেতে পারেন, জমি কিনতে পারেন। এর আগে এই অধিকার বহিরাগতদের ছিল না। পুলিশ প্রকাশ্যে কিছু না বললেও বহিরাগতদের ভয় দেখাতেই এই কাজ, এমনটাই ধারণা অনেকেরই। রেজিস্টান্স ফোর্স নামে একটি জঙ্গি সংগঠন এই হত্যার দায় নিয়েছে। সোশাল মিডিয়ায় তারা জানিয়েছে, কাশ্মীরে জনবিন্যাসে বদল ঘটানোয় সতপাল সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। (ছবিঃ নিউজ ১৮)


 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post