এবার কোভিশিল্ড ট্রেডমার্ক নিয়ে টানাটানি। একটি ওষুধ কোম্পানি করোনা ভ্যাকসিনের কোভিশিল্ড নামটি নিয়ে মামলা করেছে আদালতে। মহারাষ্ট্রের নান্দেদের ওই কোম্পানি তাদের আবেদনে জানিয়েছে, তারা ২০২০ সাল থেকেই তাদের অ্যান্টি সেপটিক, স্যানিটাইজার, তরল জীবাণুনাশক, ফল ও সবজি ধোওয়ার ওষুধে কোভিশিল্ড নামটি ব্যবহার করছে। ২৯ এপ্রিল তারা কোভিশিল্ডের ট্রেডমার্কের জন্য আবেদন করেছে। ৩০ মে থেকে তারা ওই নামটিই ব্যবহার করছে। তারা সিরামের কোভিশিল্ড নাম ব্যবহারের ওপর স্থগিতাদেশ দাবি করেছে।
Post a Comment
Thank You for your important feedback