এমন ভয়ঙ্কর অবস্থা ভারতীয় ক্রিকেটে আগে কোনও দিন এসেছে কিনা সন্দেহ। ৭০ দশকের শেষের দিকে বিষেণ সিং বেদির দলকে শেষ বারবাডোজ টেস্টে ক্রমাগত বাউন্সারের আঘাতে আহত করে প্যাভিলিয়নে পাঠিয়েছিল ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ। তখন হেলমেট পর্যন্ত ছিল না। চরম সমালোচিত হয়েছিলেন লয়েড। তার এত বছর বাদে নিজেরাই আহত হয়ে একে একে মাঠ ছাড়ছেন ভঙ্গুর ভারতীয় দলের ক্রিকেটাররা। শুক্রবার মাঠ ছাড়লেন নভদীপ সাইনি, তাঁর কুঁচকিতে টান ধরেছে। আদৌ মাঠে আর নামতে পারবেন কিনা সন্দেহ। অথচ হাতে ঋদ্ধিমান ছাড়া অতিরিক্ত আর খেলোয়াড় নেই।
একের পর এক মাঠ ছেড়েছেন খেলোয়াড়রা। প্রথমে বিরাট কোহলি, তিনি তো অন্য কারণে দেশে ফিরেছেন। তারপর শামি, যাদব, রাহুল, বুমরা, জাদেজা, হনুমারা। খেলবেটা কে ? ব্রিসবেনের গাব্বা মাঠটি ভারতে পক্ষে এমনিতেই অপয়া, তার উপর দলের ৩০ শতাংশ খেলোয়াড় আহত, সিরিজে ধাক্কা খাওয়ার উপযুক্ত পরিবেশই বটে।
Post a Comment
Thank You for your important feedback