একই ছাদনাতলায় দুই প্রেমিকাকে বিয়ে করলেন প্রেমিক যুবক

একসময় রাজা-নবাবদের একসঙ্গে একাধিক বিয়ে করার রেওয়াজ ছিল। এবার বাস্তবে সেটাই ঘটল ছত্তিশগড়ে। মাওবাদী অধ্যুষিত বস্তার জেলার বাসিন্দা চন্দু মৌর্য। তিনিই একই ছাদনাতলায় বিয়ে করলেন দুই প্রেমিকাকেই। এরকম ঘটনা আদৌ কেউ শুনেছে বলে মনে করতে না পারলেও এবার সোশাল মিডিয়ার দৌলতে সেটা দেখে ফেললেন অনেকেই। বিয়ের মণ্ডপে পাত্র একজন, পাত্রী দু’জন। বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর ও দুই কনের পরিবারের লোকজন সহ গ্রামবাসীরা। যুবকের এই কাণ্ড দেখে সকলেরই চক্ষু চড়ক গাছ। জানুয়ারি মাসের ৫ তারিখ হয়েছে এই আজব বিয়ে। ২৪ বছরের চন্দু মৌর্য পেশায় ভাগ চাষী। কখনও কখনও সে শ্রমিকের কাজও করেন।

 স্থানীয় টোকাপাল এলাকার বাসিন্দা সুন্দরি কাশ্যপকে দেখেই পছন্দ হয় তাঁর। শুরু হয় প্রেম পর্ব। এরপর এক আত্মীয়ের বিয়েতে গিয়ে টিকারালঙ্গ গ্রামের তরুণী হাসিনা বাঘেলের প্রেমে পড়ে সে। একসঙ্গেই দুজনের সঙ্গে চুটিয়ে প্রেম পর্ব চলছিল। তবে দুজনের কাছেই সে কিছু লুকায়নি চন্দু, তাঁর প্রেমিকারাও এটা মেনে নেয়। এমনকি দুজনকেই সে বিয়ে করবে বলে প্রতিশ্রুতিও দেয় চন্দু। সেই মতো দুজনকে নিয়ে একই বাড়িতে এক বছর একসঙ্গেই বসবাস করেছে চন্দু। অবশেষে সামাজিক মতে বিয়ে সারলেন ৫ জানুয়ারি।  চান্দুর বিয়েছে ৫০০ লোক আমন্ত্রিত হয়েছিল। কার্ডে পাত্রীর নামের জায়গায় ছিল দু'জনের নাম। তাঁদের এই বিবাহ জীবন সুখ-সাচ্ছন্দ্যে ভরে উঠবে বলেই আশাবাদী নব দম্পতিরা। তবে এই ঘটনা প্রথম নয়, একই রকমের ঘটনা ঘটেছে গত বছর মধ্যপ্রদেশের বেতুলেও। সেখানেও এক যুবক নিজের ও তাঁর বাবা-মায়ের পছন্দের দুই পাত্রীকে বিয়ে করেছিলেন। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post