রেলের টাইম টেবিল বিক্রিতে ৪ কোটি টাকার গরমিল

রেল কর্তাদের মাথায় হাত, শিয়ালদা ডিভিশনে টাইম টেবিল বিক্রির হিসাবে ৪ কোটি টাকার গরমিল পাওয়া গেল। বছরের প্রথম দিনই এ নিয়ে শুরু হয়েছে শোরগোল। প্রাথমিক পরীক্ষায় ধরা পড়ে এই অনিয়ম। দায়িত্বে থাকা কর্মচারীদের নথিপত্র সহ ডেকে পাঠানো হয়েছে। কমার্শিয়াল বিভাগকে চিঠি দিয়ে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট জানতে চেয়েছে, কেন এই গরমিল। রেলওয়ের নানা ট্রেনের সময়সূচি নিয়েই এই টাইম টেবিল তৈরি হয় ব্রিটিশ যুগ থেকে। শিয়ালদার ডিআরএম এস পি সিং প্রথমে জানতেন ৪ হাজার টাকার সমস্যা তাই বিষয়টি নিয়ে খুব হৈচৈ হয়নি। কিন্তু পরে জানতে পেরে মাথায় হাত। তবে রেলের মতে, এটি ভুলক্রমে হয়েছে। গত নভেম্বরে শিয়ালদহের ডেপুটি স্টেশন সুপার (কমার্শিয়াল) দু ধরনের ব্যালেন্সশিট পান। অনলাইনে দেখানো হয় ৪,০০,৪৭,৪৭১.৮০ টাকা এরপর অ্যাকচুয়াল আউটস্টান্ডিং টাইম টেবিল থেকে জানা গিয়েছে ৪,৫০০ টাকা, এতে নড়েচড়ে বসে একাউন্টস দফতর। তারপরই ঝোলা থেকে বেরিয়ে আসে বেড়াল।|     

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post