ফরাসি সুপার কাপের ফাইনালে জয়ী হল পিএসজি। মার্সেইকে ২-১ গোলে হারিয়ে টানা আটবার ফরাসি সুপার কাপ জিতল পিএসজি। চোট সারিয়ে ফাইনালে খেলতে নেমেছিলেন ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার নেইমার। গত বছরের ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকেই চোটের কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। তবে এদিন পেনাল্টি থেকেই গোল করছিলেন।
সুপার কাপের ফাইনাল ঘিরে প্রথম থেকেই ছিল টানটান উত্তেজনা। যদিও ম্যাচের বেশিরভাগ সময়েই বল ছিল পিএসজির দখলে। ৩৯ মিনিটে ইকার্দির গোলে এগিয়ে যায় পচেত্তিনোর দল। তাঁর একটি গোল বাতিল হয় অফসাইডের জন্য। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার পরিবর্তে মাঠে নামেন নেইমার। ৮৫ মিনিটে মার্সেইয়ের গোলরক্ষক ডি বক্সে ফাউল করায় পেনাল্টি পায় পিএসজি। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান নেইমার। ম্যাচের শেষ মুহূর্তে মার্সেইয়ের হয়ে সান্ত্বনা গোলটি করেন দিমিত্রি পায়েত।
Post a Comment
Thank You for your important feedback