পথের পাঁচালি আজ ‘রঙিন’

প্রখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায় বাংলা সিনেমা জগতে প্রথিকৃত ছিলেন। তিনি যখন তাঁর প্রথম ছবি 'পথের পাঁচালি' কছিলেন তখন না ছিল টাকার জোর না ছিল প্রযুক্তিগত সহযোগিতা। সেই আদ্যিকালের ক্যামেরা দিয়ে অসামান্য ছবি তৈরী করে ছিলেন তিনি। ছবিটি বানাতে ৩ বছর সময়ে কেটে গিয়েছিল সত্যজিৎ রায়ের। ৫০ দশকের মধ্যভাগে রঙিন ছবি তৈরির স্বপ্ন কেউ দেখতেন না, সেসময় হলিউডে কিছু ছবি হচ্ছিল বটে। তবে তাঁর প্রথম ছবি সাদা কালো হওয়াতে কোনও ক্ষোভ ছিল না সত্যজিতের। এরপর অবশ্য সেই যুগে তিনিই রঙিন ছবি করেন, তার নাম ‘কাঞ্চনজঙ্ঘা’।


আজ সিনেমা জগতে প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে। আজকের দিনে সাধারণ ছবিও রঙিন হয়। টেলিভশন কিংবা সোশ্যাল নেটওয়ার্ক সবই রঙিন এবং অত্যাধুনিক। সেই টেকনোলজিকে কাজে লাগিয়ে পথের পাঁচালি সিনেমাটিও আজ রঙিন করা হয়েছে। যদিও সিনেমা হলে রিলিজ করছে না রঙিন পথের পাচালি। তা দেখা যাবে ওটিটি প্লাটফর্মে। আপনিও দেখতে পারেন আপনার মোবাইল ফোনে। যদিও পুরোনোপন্থীরা এই রঙে খুব একটা খুশি নন।


 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post