কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার পেলেকে টপকে গেলেন পর্তুগিজ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্লাব ও দেশ মিলিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দুই নম্বরে জায়গা করে নিলেন সিআর সেভেন। বছর শেষের কয়েক দিন আগেই কোনও একক ক্লাবের হয়ে করা পেলের ৬৪৩টি সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙেছিলেন লিওনেল মেসি। ক্লাব ও দেশ মিলিয়ে ৭৫৯টি গোল সর্বোচ্চ গোলদাতার নিরিখে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার জোসেফ বিকান। চতুর্থ স্থানে রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি (৭৪২)।
রবিবার ইতালির সিরি-এ লিগে উদিনেসের বিরুদ্ধে জোড়া গোল করলেন রোনাল্ডো। প্রথম গোল করেই ছুঁয়ে ফেলেছিলেন পেলেকে। এবং দ্বিতীয় গোল করার ফলে টপকেও গেলেন তাঁকে। পেলের গোল ছিল ৭৫৭টি। রোনাল্ডোর গোল সংখ্যা এখন ৭৫৮। সিরি-এ লিগে পরের ম্যাচে এসি মিলানের বিরুদ্ধে মাঠে নামবে রোনাল্ডোর জুভেন্টাস। সেই ম্যাচে গোল করে বিকানকে স্পর্শ করার হাতছানি রোনাল্ডোর সামনে।
Post a Comment
Thank You for your important feedback