কাটমানি ও তোলাবাজির অভিযোগ তুলে পোস্টার পড়ল বারাসত পুরসভার কো-অর্ডিনেটর ও তাঁর ঘনিষ্ঠ কর্মীর বিরুদ্ধে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বারাসত ১৪ নম্বর ওয়ার্ডের বনমালীপুর এলাকায় বিভিন্ন জায়গায় এলাকার প্রাক্তন কাউন্সিলর তথা কো-অর্ডিনেটর সমীর কুন্ডুর বিরুদ্ধে পোস্টার দেখা যায়। তাতে লেখা ছিল, 'তোলাবাজ সমীর কুণ্ডু দূর হটো', 'বেইমান সমীর কুণ্ডু দূর হটো' ও 'কালী রুদ্র কাটমানির ৩০ হাজার টাকা ফেরত দাও'।
পরে জানতে পেরে একজন এসে ওই পোস্টারগুলো ছিঁড়ে ফেলেন। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। এই বিষয় কো-অর্ডিনেটর সমীর কুণ্ডু জানান, এলাকায় তাঁর কোনও বদনাম নেই। তাই যাঁদের স্বার্থসিদ্ধি হয়নি তাঁরাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করেছেন। এই মুহূর্তে তিনি বাইরে আছেন। ফিরে গোটা বিষয়টি নিয়ে খুঁজে নেবেন তিনি।
Post a Comment
Thank You for your important feedback