প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সকলেই উদ্বিঘ্ন। খবর নেওয়া হচ্ছে বারবার। ক্রিকেট জগতের মানুষজনও ঘন ঘন সৌরভের খবর নিচ্ছেন। কিন্তু একজন রাজনীতিবিদ অসুস্থ হলে হাসপাতালে যেমন রাজনীতির ব্যক্তিদের ভিড় হয় সৌরভের ক্ষেত্রেও তাই হয়েছে। আম ক্রিকেটপ্রেমীরা হাসপাতালের বাইরে দাঁড়িয়ে, অথচ বিজেপি, কংগ্রেস থেকে বাম. তৃণমূল নেতারা দফায় দফায় ভিড় করছেন, খবর নিতে হাসপাতালে যাচ্ছেন। দাদার সাথে কথা বলতে কারণ কী ? এখনও সৌরভ রাজনীতিতে আসছেন এমন খবর পাকা হয়নি, তবুও আশায় "রাজনীতি"।
১৯৯২ সালে অস্ট্রেলিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায় নামক এক কিশোরের ওয়ান ডে ক্রিকেটে আবির্ভাব হয়। তারপর দীর্ঘ বিরতির পর ফের ফিরে আসা ইংল্যান্ড সফরে ১৯৯৬ এ। তারপর ক্রম উত্থান, একসময় ভারতের অধিনায়ক। ২০০৩ বিশ্বকাপে রানার্স আপ। ন্যাটওয়েস্ট সিরিজা জয় তারপর ফের বাদ। আবার ফিরে আসা। ক্রিকেট মাঠে লড়াই শুধু লড়াই, জীবনের এক চ্যালেঞ্জের নাম সৌরভ। এরপর খেলা ছেড়ে কমেন্ট্রি বক্সে। তারপর ফের ভাগ্য পরিবর্তন, হলেন বাংলা ক্রিকেট বোর্ডের প্রধান, সেখান থেকে টিভি শো এবং শেষে ভারতীয় বোর্ডের সভাপতি।
Post a Comment
Thank You for your important feedback