নবান্ন অভিযান থেকে ফিরেই আত্মঘাতী অবসরপ্রাপ্ত শিক্ষক

কলকাতার শহিদ মিনারের পাদদেশে তিনদিনের অবস্থান বিক্ষোভ চলছে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের। এই অবস্থান বিক্ষোভে অংশ নিয়ে বাড়ি ফিরেই আত্মঘাতী হলেন এক অবসরপ্রাপ্ত পার্শ্বশিক্ষক। তিনি বৃত্তিমূলক শিক্ষক-প্রশিক্ষক-শিক্ষাকর্মী যৌথমঞ্চের সাথে যুক্ত ছিলেন দীর্ঘদিন ধরেই। মৃতের নাম তপন পট্টনায়েক (৬০)। তিনি চৌখালি হাইস্কুলে চুক্তিভিত্তিক শিক্ষক ছিলেন। সম্প্রতি তিনি অবসর নিয়েছেন। বেতনবৃদ্ধি, সমকাজ সমবেতন, অবসরকালীন ভাতা সহ মোট ১৫ দফা দাবি নিয়ে শহিদ মিনারে অবস্থান চলছে। গত  ১১ তারিখ তিনি নবান্ন অভিযানেও অংশগ্রহন করেন বলে দাবি যৌথমঞ্চের এক সদস্য। 

তাঁর দাবি, পুলিশি বাধায় নবান্ন অভিযান ভেস্তে যাওয়ায় তিনি হতাশ হয়ে পড়েন। বাড়ি ফিরে মঙ্গলবার রাতে আত্মহত্যার পথ বেছে নেন বলেই দাবি পরিবারের। তাঁদের আরও দাবি, বৃত্তিমূলক শিক্ষকের পদে তিনি খুবই কম বেতন পেতেন। অবসর নেওয়ার পরও সেরকম কিছু পাননি। ফলে অভাবের তাড়নায় সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন তপনবাবু। বুধবার পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে গিয়ে আত্মঘাতী অবসরপ্রাপ্ত শিক্ষকের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান বৃত্তিমূলক শিক্ষক-প্রশিক্ষক-শিক্ষাকর্মী যৌথমঞ্চের নেতৃত্ব ও সহকর্মীরা। রাজ্যের অনমনীয় মনোভাবের জন্যই আরও একজন সহকর্মী আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হলেন বলেই দাবি করছেন যৌথমঞ্চের নেতারা। পুরো ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে আন্দোলনকারীদের মধ্যে। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post