মঙ্গলবার ভোরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। আহত আরও পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি মুর্শিদাবাদের দাদপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রানাঘাট থেকে একটি পিকআপ ভ্যানে ১৬-১৭ জনের একটি দল মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে পিকনিক করতে যাচ্ছিলেন। রেজিনগর ও বেলডাঙা থানা এলাকার মাঝামাঝি একটি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে তাঁদের গাড়িকে ধাক্কা মারে একটি পাথর বোঝাই ট্রাক। ধাক্কার অভিঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় পিকআপ ভ্যানটি। গাড়িতে থাকা যাত্রীদের আর্ত চিৎকারে আশেপাশের মানুষজন ছুটে আসেন। তাঁরাই আহত যাত্রীদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। হাসপাতালে চারজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।
সূত্রের খবর, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। মৃতদের নাম, সূর্য মালাকার, সোমা দাস মালাকার, শিল্পী মণ্ডল, ইলা সরকার। মৃতেরা প্রত্যেকেই রানাঘাটের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার ধারে পিকআপ ভ্যানটি দাঁড় করিয়ে কয়েকজন যাত্রী শৌচকর্ম করতে নামেন। সেইসময়ই আচমকা পিছন থেকে এসে ধাক্কা মারে ওই পাথরবোঝাই ট্রাকটি।
Post a Comment
Thank You for your important feedback