কন্যা সন্তানের জন্ম দেওয়ার আগেই নিজের সৎছেলেকে বিয়ে করলেন মা!

রাশিয়ার এক জনপ্রিয় ব্লগার মারিয়ানা বালমাশেভা, কয়েকদিন আগেই তিনি স্বামীকে ডিভোর্স দিয়েছিলেন। এবার তিনিই তাঁর সৎছেলেকে বিয়ে করেছেন। বিয়ের পরই তিনি এক কন্যাসন্তানের জন্ম দিলেন। যদিও স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদের মূল কারণই হল তাঁর একুশ বছরের সৎছেলে ভ্লাদিমির শ্যাভরিন ওরফে ‘ভোভা’। তাঁর প্রেমেই মজেছিলেন বছর উনত্রিশের মারিয়ানা। ফলে স্বামীকে ডিভোর্স দিয়ে ‘প্রেমিক’ সৎছেলেকে বিয়ে করলেন তিনি। এবার রাশিয়ার ক্রাসনোদা শহরের এক হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিলেন ব্লগার মারিয়ানা বালমাশেভা।

 
জানা যাচ্ছে, রাশিয়ায় জনপ্রিয় ব্লগার মারিয়ানা ভ্লাদিমিরের বাবা অ্যালেক্সি শ্যাভরিনকে বিয়ে করেন বেশ কয়েক বছর আগে। তখন ভ্লাদিমিরের বয়স ছিল মাত্র সাত বছর। ভ্লাদিমির ছিল অ্যালেক্সির প্রথম পক্ষের সন্তান। এরপর মারিয়ানা। ও অ্যালাক্সি আরও পাঁচ সন্তানকে দত্তকও নিয়েছিলেন। কিন্তু শেষমেষ ১০ বছরের দাম্পত্য জীবন কাটিয়ে অ্যালেক্সিকে বিবাহ বিচ্ছেদের নোটিশ দেন মারিয়ানা। কারণ হিসেবে উঠে আসে সৎছেলে ভ্লাদিমিরের সঙ্গে তাঁর প্রেম। এরমধ্যেই সন্তানসম্ভবা হয়ে পড়েন মারিয়ানা। ফলে শেষ পর্যন্ত ডিভোর্সই হয়ে যায় অ্যালেক্সি ও মারিয়ানার। এরপরই সৎছেলেকে বিয়ে এবং কন্যা সন্তানের জন্ম দিলেন রাশিয়ার এই জনপ্রিয় ব্লগার।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post