সব সংশয় উড়িয়ে একসঙ্গেই সিডনি যাচ্ছে টিম ইন্ডিয়া। মেলবোর্নে দলের পাঁচজন করোনা বিধি ভেঙেছেন বলে তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে বলে খবর হয়েছিল। জানা যাচ্ছে, দলের সাপোর্ট স্টাফের সঙ্গে সব ক্রিকেটারই একসঙ্গে ৪ জানুয়ারি সিডনিতে যাচ্ছেন। দলের ভাইস ক্যাপ্টেন রোহিত শর্মা, ফাস্ট বোলার নভদীপ সাহনি, ওপেনার পৃথ্বী শ আর শুভমান গিল ও উইকেট কিপার ঋষভ পন্থ নববর্ষের দিন মেলবোর্নের এক রেস্তরাঁয় খাওয়ার সময় জৈব সুরক্ষা বিধি ভেঙেছিলেন বলে অভিযোগ উঠেছিল। তারপরই দুই দেশের ক্রিকেট বোর্ড তদন্ত শুরু করে।
ভারতীয় দলের মতে, এই অভিযোগ পক্ষপাতপূর্ণ। নজির রয়েছে, এক্ষেত্রে জরিমানা করেই তাঁদের ছাড়া যায়। তাঁদের মেলবোর্নে আটকে রাখার কোনও যুক্তিই নেই। সিডনিতে ৭ জানুয়ারি শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। এখনও পর্যন্ত সিরিজ ১-১ ড্র। ৩১ ডিসেম্বরই টিমের সিডনি পৌঁছনোর কথা ছিল। কিন্তু নতুন করে করোনার সংক্রমণ বাড়ায় টিম মেলবোর্নেই আটকে পড়ে।
Post a Comment
Thank You for your important feedback