আজকের দিনে ল্যান্ডফোন ব্যবহার করেন কতজন? বেশিরভাগ
মানুষের হাতেই মুঠোফোন এমনকী ঠেলাওয়ালা কিংবা ফলওয়ালারাও মোবাইল ফোন
ব্যবহার করেন নিজের কাজের স্বার্থে। চেনা কোনও বৃদ্ধ বা বৃদ্ধারাও মোবাইলের
মাধ্যমে প্রবাসে কিংবা শহরের অন্য প্রান্তে থাকা ছেলে বা মেয়ের সঙ্গে
সারাদিনে বেশ কয়েকবার কথা বলে ফেলেন। কিন্তু এরই মধ্যে ব্যতিক্রম এই
মুহূর্তে ভারতের অন্যতম ব্যস্ত চরিত্রাভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় ব্যবহার
করেন না মোবাইল। তিনি বলেন, যতক্ষণ বাড়িতে থাকি নিশ্চই ল্যান্ডে কথা বলি।
তারপর শ্যুটিং থাকলে বাড়ির গৃহিণীর কাছে খবর থাকে কোথায় আছি।
অবশ্য
এখন শাশ্বতর কাজ অনেক বেড়ে গিয়েছে। নিয়মিত মুম্বই যেতে হয়, ফলে যোগাযোগ
একটা সমস্যা হয়ে যায়। বলে বাইরে গেল একটা মোবাইল রাখেন বটে কিন্তু রাজ্যে
থাকলে ওই মুঠোফোনটি বাড়িতেই রেখে যান। শাশ্বত বলেন, তাঁর সিনেমায় আসাটা
সহজ ছিল না। তাঁর প্রয়াত পিতা অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায় তাঁকে
পরিষ্কার বলেছিলেন, আগে শিক্ষা তারপর পেশা। আজও তাই একটা নিয়মানুবর্তিতার
মধ্যেই আছেন শাশ্বত।
Post a Comment
Thank You for your important feedback