ফিল্ম ফেস্টিভালের ভার্চুয়াল উদ্বোধনে শাহরুথ

‘The Show must go on’, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলি লিখেই ঘোষণা করলেন ২৬ তম কলকাতা চলচিত্র উৎসবের নতুন দিনক্ষণ জানিয়ে দিলেন। করোনা অতিমারির জন্য ২০২০ সালের কলকাতা চলচ্চিত্র উৎসব আয়োজন করা সম্ভব হয়নি। পরিবর্ত সময়সূচি অনুযায়ী ২০২১ সালের ৮ জানুয়ারি বিকেল চারটেয় উদ্বোধন হবে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের। উদ্বোধন করবেন কিং খান। তবে তিনি সশরীরে কলকাতায় আসছেন না, উদ্বোধন করবেন ভার্চুয়ালি। 

আগামী ৮ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে উৎসব। থিম দেশ ইতালি। আগামী ৮ জানুয়ারি নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলচিত্র উৎসবের পোস্টার উদ্বোধন করবেন। ৯ জানুয়ারি থেকে গগনেন্দ্র প্রদর্শশালায় শুরু হবে প্রদর্শনী। এ বছর উৎসবে দেশ-বিদেশের ৮১টি সিনেমা দেখানো হবে বলে জানা যাচ্ছে। সঙ্গে ৫০টি শর্ট ফিল্ম ও তথ্যচিত্রও থাকবে। মোট ৪৫টি দেশের ছবি থাকছে এবারের উৎসবে। এবারের কলকাতা চলচিত্র উৎসবের উদ্বোধনী ছবি বাঙালির অতি পরিচিত ‘অপুর সংসার’। এদিন টুইট করেই মুখ্যমন্ত্রী উৎসবের নতুন দিনক্ষণ জানিয়ে দিয়েছেন। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post