বিজেপিতে যোগ দিলেন শুভেন্দুর ভাই সৌম্যেন্দু


কথামতোই বছরের প্রথম দিনেই বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌম্যেন্দু। তাঁরই সঙ্গে কাঁথি পুরসভার ২১টি ওয়ার্ডের ১৩ জনও যোগ দিয়েছেন পদ্মশিবিরে। দুজন অসুস্থতার কারণে আসতে পারেননি বলে দাবি করা হয়েছে। কাঁথিতে যোগদান সভা করে শুভেন্দু বলেন, তৃণমূল নির্বাচন করতে ভয় পায়। ভোট করলেই পঞ্চায়েতের মতো অবস্থা হবে। গত লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে তৃণমূলের ফারাক ছিল ১৯ হাজার। এদিন প্রায় ৪-৫ হাজার তৃণমূল নেতাকর্মী বিজেপিতে যোগ দিয়েছেন বলে তিনি জানান। দক্ষিণ কাঁথিতে তিনি বিজেপির খাতায় এদের তুলে দিতে পেরেছেন। 

তাঁর দাবি, প্রতিদিনই এরকম যোগদান মেলা হবে। ৩০ জানুয়ারি পর্যন্ত এমন অবস্থা তৈরি হবে যাতে বিজেপি ১০০ শতাংশ জেতার জায়গায় পৌঁছে যাবে। এদিনও তিনি বলেন, তৃণমূল একটা কোম্পানি হয়ে গিয়েছে। জেলার লোকের কোনও মূল্য নেই। তারা কর্মচারী। তাঁর ক্ষোভ, অশোক ভট্টাচার্য শিলিগুড়ির অ্যাডমিনিস্ট্রেটর থাকতে পারেন, যেখানে শুভেন্দু বিজেপিতে গিয়েছে, সেখানে অর্ডার না মেনে অ্যাডমিনিস্ট্রেটর সরানো হল। কী মধু আছে ওখানে? 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post