আজ বাড়ি যাবেন না মহারাজ, তাই ছুটি আগামীকাল

ঠিক ছিল বুধবার হাসপাতাল থেকে ছুটি পাবেন সৌরভ গাঙ্গোপাধ্যায়। সেই মতো সব স্তরেই প্রস্তুতি ছিল তুঙ্গে। কিন্তু আচমকাই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিল আজ নয় আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ছুটি পাচ্ছেন মহারাজ। কারণ সৌরভ নিজেই হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন আরও একদিন হাসপাতালে থাকতে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবারই ডাঃ দেবী শেঠি নিজে এসে পরীক্ষা করে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তিনি আলোচনা করেন সৌরভের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে। এরপরই তিনি জানিয়ে দেন, বুধবারই হাসপাতাল থেকে ছাড়া হবে বিসিসিআই সভাপতিকে। সেইমতো বুধবার সকালে তাঁর ডিসচার্জ সার্টিফিকেটও লেখা হয়ে গিয়েছিল। সকালের দিকে হালকা প্রাতঃরাশও করেন মহারাজ। অপরদিকে পুলিশের তৎপরতাও শুরু হয়েছিল ওই বেসরকারি হাসাপাতাল থেকে বেহালায় সৌরভের বাড়ি পর্যন্ত পুলিশও মোতায়েন করা হয় সকাল থেকে। কিন্তু একেবারে শেষ মুহূর্তে নিজেই সিদ্ধান্ত বদল করেন সৌরভ। তিনি নিজেই জানান আজকের দিনটাও হাসপাতালে থাকতে চান। ফলে বাতিল হয় ছুটির পরিকল্পনা। হাসপাতালের সিইও রূপালি বসু হাসপাতালের বাইরে উপস্থিত সংবাদমাধ্যমের সামনে এই কথা জানিয়ে দেন। 

বুধবার সকাল থেকেই হাসপাতালের বাইরে সৌরভ-ভক্তদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। তাঁদের বেশির ভাগই কমবয়সি বা ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত। তাঁদের হাতে প্ল্যাকার্ড, ‘কামব্যাক দাদা’!, ‘ওয়েলকাম দাদা’। সৌরভের বাড়ির সামনেও একই রকম ভিড় জমাট বেঁধেছিল। কিন্তু সকাল ১১টা নাগাদ হাসপাতালের তরফে জানানো হল আজ নয় আগামীকাল বাড়ি ফিরবেন মহারাজ। ফলে কার্যত হতাশ হয়েই বাড়ি ফেরেন সৌরভ ভক্তরা। 








Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post