দু-তিনদিনেই ছাড়া পাবেন সৌরভ, আপাতত আর বসছে না স্টেন্ট



আপাতত সৌরভ গঙ্গোপাধ্যায়ের হার্টের দুটি ধমনীতে স্টেন্ট বসানো হবে না বলেই সিদ্ধান্ত নেওয়া হল। সোমবার ভার্চুয়াল মেডিকেল বোর্ডের বৈঠকে  উপস্থিত ছিলেন দেবী শেঠী। ডাক্তারদের তরফে জানানো হয়েছে, সব ঠিক থাকলে কয়েকদিনের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তবে তাঁকে কড়া নিয়ম মেনে চলতে হবে। মঙ্গলবারই আসছেন দেবী শেঠি। তাঁর উপস্থিতিতেই অ্যাঞ্জিওপ্লাস্টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। গিয়েছে, সৌরভ সুস্থই আছেন। স্বাভাবিক কথাবার্তাও বলছেন। 

আগেই মেডিকেল বুলেটিনে জানানো হয়েছিল, সৌরভের পুরোপুরি সুস্থ হতে দু থেকে তিন সপ্তাহ লাগতে পারে। সৌরভের বাইপাস সার্জারির হয়তো প্রয়োজন হবে না বলেও জানানো হয়েছিল। উল্লেখ্য, শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেদিনই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্ট করা হয়েছিল। একটি ধমনীতে বসানো হয়েছিল স্টেন্ট। পরবর্তী সিদ্ধান্তের জন্য সোমবার সকালে ৯ সদস্যের মেডিকেল বোর্ড ও পরিবারের সদস্যরা আলোচনায় বসেছিলেন। এদিনই সৌরভকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর

Mr Sourav Ganguly

48 years/ Bed no- 516

Under care- Dr Saroj Mandal, Dr Soutik Panda, Dr Saptarshi Basu 

He presented in Woodlands emergency on 2/1/2021 at 1pm with chest discomfort, heaviness of head, vomitting and a spell of dizziness while performing physical excercise in the home gymnasium at around 11am

ECG- Acute inferolateral wall myocardial infarction

Echocardiography- Mild inferior wall hypokinesia, echocardiography will be repeated tomorrow

Comorbidity- no known comorbidities

Family history of IHD

Detected SarsCov2 Negative on 2/1/2021

Coronary Angiography was done at 3pm- Triple vessel disease

PTCA and stenting to RCA or right coronary artery done through  radial route 

Revasculation to LAD or Left anterior descending artery and OM or obtuse marginal artery to be done later

Post PTCA day 2

last night was uneventful

he is sleeping now

Presently Afebrile 

 Pulse-70/min, BP- 120/80mmHg, Spo2-97% in room air.

Respiratory rate-16/min

routine ECG done at 10am yesterday was satisfactory 

a check up echocardiography to be done today morning to assess his heart function 

Medical board of 9 members will meet today at 1130am and discuss regarding further treatment plan with family members

Treating doctors are keeping constant vigil on his health situation and taking appropriate measures from time to time.

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post