বিজেপির মিছিলে অনুপস্থিত শোভন-বৈশাখী!

রবিবার রাত থেকেই জল্পনা ছিল বিজেপির মেগা র‌্যালিতে থাকবেন না শোভন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু শোভন চট্টোপাধ্যায় মিছিলে অংশ নেবেন কিনা সেটা নিয়ে সোমবার দিনভর ধোঁয়াশা ছিল। অপরদিকে মিছিলের অনুমতি দেওয়া নিয়েও টানাপোড়েন চলছিল লালবাজার ও বিজেপির মধ্যে। অবশেষে শেষ মুহূর্তে মিছিলের অনুমতি দেয় কলকাতা পুলিশ। কিন্তু মিছিল শুরু হলেও এলেন না শোভন-বৈশাখী। ফলে বৈশাখীর পর শোভন চট্টোপাধ্যায়ও বেঁকে বসায় চরম অস্বস্তিতে পড়েন রাজ্য বিজেপির নেতারা। তড়িঘড়ি মিছিল শুরু করে দেন বিজেপির রাজ্য নেতৃত্ব। 

মিছিলে রয়েছেন সর্বভারতীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়, বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের মতো নেতারা। এদিন বিজেপির মিছিল ঘিরে কার্যত দুর্গে পরিনত করা হয়েছে গোটা পথ। প্রচুর পুলিশ, র‌্যাফ মোতায়েন করা হয়েছে রাস্তায়। মিছিলে ভিড়ও রয়েছে চোখে পড়ার মতো। গেরুয়া পোশাক পড়ে এবং গেরুয়া বেলুন, ব্যানার ফেস্টুন নিয়ে কয়েক হাজার বিজেপি কর্মী-সমর্থক হাঁটছেন মিছিলে। কিন্তু শোভন-বৈশাখী অনড় মনোভাবে অস্বস্তিতে পড়ে বিজেপির শীর্ষনেতারা। সূত্রের খবর, দিল্লি থেকেও ঘনঘন ফোন করে দুজনের মানভঞ্জন করার চেষ্টা করেছেন বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি বলেই মনে করা হচ্ছে। গোলপার্কের বাড়ি থেকে বেরই হলেন না শোভন চট্টোপাধ্যায়। এখন দেখার মিছিলের কোনও বার্তা আসে কিনা বিজেপির শীর্ষ নেতৃত্ব থেকে। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post