রাজ্যে বিরোধীদের ওপর হিংসার সব অভিযোগই অস্বীকার করল রাজ্য সরকার। মঙ্গলবার সুপ্রিম কোর্টে দায়ের করা হলফনামায় রাজ্য সরকার বলেছে, বিরোধীদের ওপর সরকারি প্রশাসনকে কাজে লাগিয়ে অত্যাচার করা হচ্ছে বলে যে অভিযোগ করা হয়েছে তা অসত্য। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে যোগ দিতে বা নির্দল হিসেবে ভোটে দাঁড়াতে মানুষ ভয় পাচ্ছেন, এই অভিযোগও অস্বীকার করেছে তারা।
গত ১৩ জুলাই প্রয়াত বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্য মৃত্যুর সিবিআই-এনআইএ তদন্তের দাবি জানিয়ে এক আইনজীবী শশাঙ্কশেখর ঝা শীর্ষ আদালতে একটি মামলা করেছিলেন। তার বক্তব্য, এটি রাজনৈতিক খুন। তারই জবাবি হলফনামায় রাজ্যের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। মালদার সিআইডির ডেপুটি এসপি আত্রেয়ী সেন তাঁর ওই হলফনামায় বলেছেন, দেবেন্দ্রনাথ রায় আত্মহত্যা করেছেন। মামলাকারী অসত্য অভিযোগ করছেন। এটি রাজনৈতিক খুন নয়। এর সঙ্গে সরকারের কোনও যোগ নেই। যথাযথ তদন্ত করা হচ্ছে।
Post a Comment
Thank You for your important feedback