মাঝনদীতে পর্যটকদের একটি লঞ্চে আগুন লেগে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। সেসময় লঞ্চে যাত্রীরা ছিলেন না। ছিলেন রাঁধুনি, তাঁর সহকারীরা। জানা গিয়েছে, গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন লেগেছিল। নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচিয়েছেন তাঁরা। লঞ্চটি পুড়ে ছাই হয়ে গিয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার দয়াপুর খেয়াঘাটের ঘটনা। রবিবার সন্ধ্যায় ঘাটে পৌঁছয় লঞ্চ এম ভি মা চণ্ডী লঞ্চ। তখন পর্যটকরা স্থানীয় হোটেলে পৌঁছে গেলে রান্নার কাজ চলছিল লঞ্চের মধ্যে| স্থানীয় সূত্রের খবর, তড়িঘড়ি গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনে ভস্মীভূত হয়ে যায় লঞ্চটি। লঞ্চটিকে রক্ষা করতে পারেননি গ্রামবাসীরা| গোসাবা থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
Post a Comment
Thank You for your important feedback