নতুন সংসদভবন তৈরিতে ছাড়পত্র দিল সুপ্রিম কোর্ট

দিল্লিতে নতুন সংসদ ভবন তৈরিতে ছাড়পত্র দিল সুপ্রিম কোর্ট। বর্তমান সংসদ ভবনকে গিয়ে একটি সেন্ট্রাল ভিস্টা হবে হাজার কোটি টাকায়। তারই বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল শীর্ষ আদালতে। মঙ্গলবার সরকারের সিদ্ধান্তকেই শিলমোহর দিল তারা। আবেদনে বলা হয়েছিল, জমির চরিত্র বদল করা হয়েছে। পুর আইন ভঙ্গ করা হয়েছে, মানা হয়নি হেরিটেজ বিধি। 

কেন্দ্রীয় সরকারের যুক্তি ছিল, এর ফলে বিভিন্ন সরকারি ভবনে বছরে অন্তত হাজার কোটি টাকার ভাড়াবাবদ সাশ্রয় হবে। তাছাড়া, একশো বছরের পুরানো এখনকার সংসদ ভবন ক্ষয়ের চিহ্ন দেখা যাচ্ছে। অগ্নি নিয়ন্ত্রণ উপযুক্ত নয়। তাই আধুনিক বাড়ি বানাতে হবে। এই নতুন প্রকল্পের ভূমিপূজনের আগে সু্প্রিম কোর্ট কেন্দ্রের এত তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন তুলেছিল। তারা সেইসময় সেখানে সবরকম নির্মাণকাজ বন্ধ করতেও বলেছিল কোর্ট। 

বিরোধীরা এই প্রকল্পের বিরোধিতা করে বলেছে, যেসময় কৃষকরা দাবি নিয়ে রাস্তায়, সেসময় এই কাজ হচ্ছে। কংগ্রেসের মতে, দেশের চরম আর্থিক অনটনের মধ্যে এই বিরাট ভবন নির্মাণ অপরাধ। টাকা জলে দেওয়া হচ্ছে। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post