প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হচ্ছেন সুরিনামের প্রেসিডেন্ট চন্দ্রিকাপ্রসাদ সন্তোখি। এর আগে প্রধান অতিথি হওয়ার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। কিন্তু সে দেশে নয়া করোনার প্রকোপ বাড়ায় তিনি সফর বাতিল করেছেন। তারপর থেকে জনসনের বিকল্প হিসেবে কারও খোঁজ চলছিল। ভারতীয় বংশোদ্ভূত চন্দ্রিকাপ্রসাদ তাঁর সফর নিশ্চিত করেছেন।
গত সপ্তাহের গোড়ায় প্রবাসী ভারতীয় সম্মেলনে সুরিনামের প্রেসিডেন্টই ছিলেন প্রধান অতিথি। মূল বক্তৃতাও দিয়েছেন তিনি। গতবছরের জুলাইয়ে চন্দ্রিকাপ্রসাদ সুরিনামের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। নির্বাচনে দয়ী হয়েছিল তাঁর পার্টি প্রগ্রেসিভ রিফর্মস পার্টি। দক্ষিণ আমেরিকার উত্তরপশ্চিম আটলান্টিক উপকূলে ছোট দেশ সুরিনাম আগে ছিল ডাচ উপনিবেশ। জনসংখ্যা পৌনে ৬ লাখ।
Post a Comment
Thank You for your important feedback