তৃণমূল-শুভেন্দুর পাল্টা অনুষ্ঠানে নন্দীগ্রাম, নেতাইয়ে শহিদ স্মরণ

বুধবার মাঝরাত থেকেই নন্দীগ্রাম আর নেতাইয়ে সভা, পাল্টা সভা। বুধবার রাত বারোটায় নন্দীগ্রামের শহিদদের সম্মান জানান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের নাম না করে তিনি বলেন,  ২০০৭ সালের ৮ জানুয়ারি নিজে হাতে তিনি শেখ সেলিমের দেহ তুলেছিলেন। শহিদদের সম্মান জানাতে তিনি নন্দীগ্রামে শহিদদের সম্মান জানাতে প্রতি বছর তিনি আসেন। তিনি বলেন, শহিদ বেদির প্রাঙ্গণে তাঁকে ঢুকতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়েছিল। তা কখনও সম্ভব হবে না। রক্তচক্ষু দেখিয়ে তাঁদের আটকানো যাবে না।
অন্যদিকে, নন্দীগ্রাম সোনাচুড়া শহিদ মিনারের পাশে পুরোনো শহিদ বেদিতে ভোর সাড়ে চারটায় মাল্যদান করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতা শেখ সুপিয়ান, বিধায়ক ফিরোজা বিবি, জেলা তৃণমূল যুব সভাপতি সুপ্রকাশ গিরি। এদিনই নন্দীগ্রাম সীতানন্দ কলেজ মাঠে কর্মিসভা তৃণমূলের। নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হবে এই সভা। এই সভায় থাকবেন সুব্রত বক্সী ও পার্থ চট্টোপাধ্যায় সহ স্থানীয় নেতারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিন আসার কথা থাকলেও অখিল গিরির অসুস্থতার জন্য তা বাতিল হয়েছে। মমতা আসছেন ১৮ তারিখে। বৃহস্পতিবার নেতাই গণহত্যারও বর্ষপূর্তি। এদিন সেখানেও স্মরণ অনুষ্ঠানে গিয়েছিলেন শুভেন্দু।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post