এক কথায় ‘ভাগ্য যেন সঙ্গ দিল’ তামিলনাড়ুর এই তরুণ ক্রিকেটারের। ভারতীয় দল যখন কার্যত মিনি হাসপাতালে পরিণত হয়েছে, চোটের কারণে সিরিজ বাদ থেকে পড়েছেন অনেক খেলোয়াড়ই। সেই সময়ই বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের শেষ ম্যাচে অভিষেক হল নবাগত ভারতীয় পেসার টি নটরাজনের। অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে সুযোগ পেলেও নেট বোলার হিসেবেই ছিলেন তিনি। কিন্তু সুযোগ পেয়েই চতুর্থ টেস্টে নিজের সেরাটা উজার করে দিলেন নটরাজন। গাব্বা টেস্টের প্রথম ইনিংসে জোড়া উইকেট পেলেন তিনি। ভারতীয় ক্রিকেটে নজির গড়লেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওয়ানডে ম্যাচে অভিষেক হয়েছিল নটরাজনের। সেই ম্যাচেও তিনি দুটি উইকেট পেয়েছিলেন তরুণ এই ফাস্ট বোলার। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিততে পারেনি ভারত। পরবর্তী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই অভিষেক হয়েছিল ভারতীয় পেসার নটরাজনের। সেই সিরিজের তিন ম্যাচ মিলিয়ে তিনি ৬ উইকেট পেয়েছিলেন। টি-টোয়েন্টি সিরিজে সেরা হয়েছিলেন ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। তবে হার্দিক পেসার নটরাজনের হাতে তাঁর সিরিজ সেরার ট্রফি তুলে দিয়েছিলেন। কার্যত নিজেকে প্রমাণ করার সুযোগ পেলেন তিনি। সেই সুযোগকেই কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা নটরাজনের কাছে।
Post a Comment
Thank You for your important feedback