এই মরশুমের মতো কি বিদায়ের পথে শীত?

গত বছরের শেষ সপ্তাহ থেকে রাজ্যজুড়ে চলছিল শীতের স্লগ ওভার। এবার কি বিদায় নিতে চলেছে শীত? বছরের শুরুতেই তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী, উধাও জাকিয়ে শীত। সোমবারও কলকাতার তাপমাত্রা আরও এক ডিগ্রি বেড়েছে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে আগামী কয়েকদিনে পারদ চড়বে আরও দুই থেকে তিন ডিগ্রি। ফলে রাতের দিকে শীত থাকলেও বেলা বাড়তেই থাকবে অস্বস্তি। 

সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি। রবিবার ছিল ১৩.১ ডিগ্রি, ফলে আরও এক ডিগ্রি বাড়ল তাপমাত্রা। হাওয়া অফিস আরও জানিয়েছে, সপ্তাহের শেষ দিকে পারদ পৌঁছাতে পারে ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসে। ফের পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাধাপ্রাপ্ত হয়েছে উত্তুরে হাওয়া। পশ্চিমী ঝঞ্ঝা এবং পুবালি হাওয়ার সংঘাতে উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। একই কারণে কাশ্মীর উপত্যকায় প্রবল হয়েছে তুষারপাতের সম্ভাবনা। এমনকী লাদাখ, উত্তরাখণ্ড ও হিমাচলেও বরফ পড়বে। আর বৃষ্টি হতে পারে পাঞ্জাব, হরিয়ানা ও চন্ডিগড়ে। কিন্তু আপাতত  পশ্চিমী ঝঞ্ঝার জেরে বঙ্গে শীতের আমেজ কমছে। বাতাশে জলীয় বাস্প থাকায় অস্বস্তি সূচকও বাড়ছে। ফলে শীতের আমেজ থাকলেও তীব্র শীতের অনুভূতি আর নাও মিলতে পারে রাজ্যে। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post