মাছের ভেরির দাদন নিয়ে সংঘর্ষ, আহত ১০

মাছের ভেরির দাদন নিয়ে বচসার জেরে উত্তেজনা ছড়াল হাড়োয়া গ্রামপঞ্চায়েতের জ‍্যাঙ্গালআটি গ্রামের। সংঘর্ষের ঘটনায় আহত প্রায় ১০ জন। খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আহতদের প্রথমে বারাসত জেলা হাসপাতাল ও পরে কলকাতার আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, গোবরিয়া আবাদ এলাকায় কয়েকশো বিঘা মাছের ভেরি রয়েছে। তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে এলাকার মানুষকে পাট্টা তৈরি করে দেওয়া হয়। সেই পাট্টা পান জ‍্যাঙ্গালআটি গ্রামের সাবুর আলী সর্দার এবং বাবুর আলী সর্দার। তবে প্রথম থেকেই দুজনের মধ্যে ভাগাভাগি নিয়ে সমস্যা তৈরি হয়। বেশ কয়েকবছর ধরেই মাছের ভেরি কম বেশি হয়েছে বলে বিবাদ চলছিল। মঙ্গলবার রাতে চরমে ওঠে সেই বিবাদ। 

সাবুর আলী সর্দারের সঙ্গে বাবর আলী সর্দারের প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, পরে  বাবুর আলী সর্দার এবং তার দলবল কুড়ুল, হাসুয়া, দা সহ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সাবুর আলী সর্দার এবং তার পরিবারের ওপর হামলা করে। এলোপাতাড়ি কোপ মারায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সাবুর আলী সর্দার। গুরুতর জখম হন তাঁর ছেলে, স্ত্রী এবং পরিবারের সদস্যরাও। গ্রামবাসীরা কোনওক্রমে তাঁদের উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সাত জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বারাসাত জেলা হাসপাতাল এবং কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তর করা হয়। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post