বাংলা সিনেমার দুই লাস্যময়ী নায়িকা এখন সাংসদ। শাসকদল তৃণমূল কংগ্রেসের টিকিটে ভোটে জিতেই দেশের সাংসদে পৌঁছেছেন মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান। নতুন বছরের ছুটি কাটাতে এই মুহূর্তে নুসরত রয়েছেন রাজস্থানে, আর মিমি দুবাইয়ে। মরুভূমির প্রান্তরেই অবসরের ফাঁকে সোশাল মিডিয়ায় তাঁরা শেয়ার করছেন বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও। আর এতেই বেজায় চটেছেন নেটিজেনরা। আবার অনেকে তাঁদের সমর্থনও করছে। কিন্তু বেশিরভাগই দুই সাংসদকে কটাক্ষ করতে ছাড়ছেন না। মরু হর দুবাইতে সোলো ট্রিপে গিয়েছেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। নতুন বছরের শুরুটা সেখানেই কাটাচ্ছেন। নিজের টুইটার, ইনস্টাগ্রামের পেজে এই ট্রিপের ছবি ও ভিডিও নিয়মিত শেয়ার করছেন টলিউডের ডিভা মিমি। কিন্তু নেটিজেনদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়াই মিলছে, কেউ কেউ বলছেন ‘আপনি একজন সাংসদ? একজন সংসদের মানুষের জন্যে কাজ করা উচিত আর আপনি দুবাইয়ে ঘুরে বেড়াচ্ছেন বাহ!!!’ আবার কেউ লিখেছেন, ‘যারা ওঁকে বেছে নিয়েছে তাঁদের দোষ!’। এই ধরনের মন্তব্যকে সমর্থন করেও অনেকে লিখেছেন, ‘একদম ঠিক ওঁর (মিমি) নিজের দায়িত্বজ্ঞান জানা উচিত’।
যদিও এই ধরনের মন্তব্য একেবারেই পাত্তা দিতে নারাজ তৃণমূল সাংসদ। উল্টে নতুন ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘প্রতিবারই এটি একটি নতুন গল্প বলে’। অর্থাৎ নেটিজেনদের রোষ তিনি একেবারেই উড়িয়ে দিচ্ছেন। অপরদিকে রাজস্থানে ঘুরতে গিয়ে একই রকম ট্রোলের মুখে পড়তে হচ্ছে আরেক তৃণমূল সাংসদ তথা টলি নায়িকা নুসরত জাহানকে। তিনি আবার একা যাননি রাজস্থান। তাঁর সঙ্গে রয়েছেন টলি অভিনেতা যশ দাসগুপ্ত। তবে তাঁরা একসঙ্গে কোনও ছবি বা ভিডিও শেয়ার করেন নি সোশাল মিডিয়ায়। নুসরত আজমির শরিফে গিয়ে বিশেষ প্রার্থনাও করেছেন, সেই সঙ্গে দিয়েছেন একটি ভিডিও বার্তা। তবুও দুজনকে নিয়ে জল্পনা থামার লক্ষণ নেই।
Post a Comment
Thank You for your important feedback