স্বাস্থ্যকর্মী নন, তবু করোনার টিকা নিলেন কাটোয়ার
বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। শনিবার টিকাকরণের প্রথম দিনেই তিনি টিকা
নিয়েছেন। অন্যদিকে, আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তীর নামও ছিল
প্রথম টিকাপ্রাপকদের তালিকায়। তবে তা নিয়ে বিতর্ক দেখা দেওয়ায় শেষপর্যন্ত
আর টিকা নেননি তিনি। সৌরভ চক্রবর্তীর নাম নিয়ে প্রশ্ন ওঠে, যেখানে স্বয়ং
প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, প্রথম প্রাপক হবেন তাঁরাই যারা চিকিৎসক,
স্বাস্থ্যকর্মী অথবা সামের সারিতে থাকা করোনা যোদ্ধারা। এই মানুষেরা নিজের
জীবন বিপন্ন করে করোনার মতো কঠিন রোগের সাথে মোকাবিলা করছেন। তাঁদের বাদ
দিয়ে বিধায়কের নাম এল কী করে? শুক্রবারই স্বাস্থ্যদফতর থেকে তালিকা
প্রকাশ হয়েছে। আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির
চেয়ারম্যান হিসেবেই তালিকায় তাঁর নাম রাখা হয়েছে বলে যুক্তি দিয়েছেন জেলার
স্বাস্থ্যকর্তারা। তবে যদিও এই নিয়ে বিতর্কের পর তিনি টিকা নিচ্ছেন না বলেই
জানিয়েছেন বিধায়ক।
Post a Comment
Thank You for your important feedback