করোনার টিকাকরণ নিয়ে সোমবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ঊগেই বহু রাজ্য জানিয়ে দিয়েছে, টিকাকরণের জন্য তারা সম্পূর্ণ তৈরি। কোথায় টিকা দেওয়া হবে, স্বাস্থ্যকর্মীদের বাছাই তা ঠিক হয়ে গিয়েছে।
কীভাবে করোনার টিকা পৌঁছনো হবে তা নিয়ে আলোচনা করবেন মোদি। করোনার দুটি টিকার অনুমোদনের পর এই প্রথম তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীদের কথা হবে। সোমবার থেকেই মহারাষ্ট্রের পুনের সিরাম ইনস্টিটিউট থেকে করোনার টিকা সারা দেশে পৌঁছনোর কাজ শুরু হয়ে যাবে। কঠোর পুলিশ পাহারায় টিকা ভর্তি ভ্যান রওনা দেবে। যাত্রাপথের দূরত্ব ও নিরাপত্তাও খতিয়ে দেখা হয়েছে। বিমানবন্দর ও মহারাষ্ট্র সীমান্ত পর্যন্ত পাহারা দেবে রাজ্য পুলিশ। প্রথম দফায় ৪৮টি সরকারি জায়গায় এই টিকা পৌঁছবে কুল এক্স কোল্ড চেন সংস্থা। ট্রাকগুলিতে থাকছে জিপিএস। দরকারে ৫০০টি ট্রাক কাজে লাগানো হবে।
Post a Comment
Thank You for your important feedback