৭ বিজেপি সাংসদ ফিরে আসছেনঃ জ্যোতিপ্রিয়

ক্রমাগত তৃণমূল ভাঙছে, শুভেন্দু অধিকারী থেকে বেশ কয়েকজন বিধায়ক, সাংসদ তো দল ছেড়েইছেন, একই সাথে ছোট মাঝারি নানা এলাকার নেতারা পা বাড়িয়ে রয়েছেন বিজেপির পথে। তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা শোভন অবশেষে দলনেত্রীর বিরুদ্ধে মুখ খুলেছেন। ঠিক সেইসময়ে খাদ্যমন্ত্রী তথা উত্তর চব্বিশ পরগনার তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক চমক দিলেন। সাংবাদিকদের তিনি জানালেন, এজেন্সির চাপে পরে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার পথ ধরেছে কিছু নেতা।

জ্যোতিপ্রিয় জানান, সবাই ফিরে আসবে, ৭ জন বিজেপির সাংসদ তৃণমূলে আসছে। আরও যারা আসতে চাইছেন ৩১ মে র পরে যারা আসবে তাদের দলে নেওয়া হবে না। শুভেন্দুও নাকি ফিরে আসবে, ধারণা জ্যোতিপ্রিয় মল্লিকের। তিনি পরোক্ষভাবে জানালেন যে তৃণমূলী ২০২১ এ ক্ষমতায় ফিরবেই। অবশ্য বিজেপির তরফ থেকে বলা হয়েছে, পরিস্থিতি বুঝেই হওয়া গরম করছে জ্যোতিপ্রিয়।  


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post