বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্রবাদী
সমর্থকদের ৭০ হাজারেরও বেশি অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে
টুইটার। ব্লগপোস্টে টুইটার বলছে, তারা শুক্রবার বিকেল থেকে চরমপন্থী
কিউঅ্যাননের পোস্ট শেয়ার করায় কয়েক হাজার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করা
শুরু করেছে। ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের ঘটনার পর আরও
বিপদের আশঙ্কায় এমন সিদ্ধান্ত নিয়েছে টুইটার।
টুইটার বলছে, শুক্রবার
থেকে ৭০ হাজারেরও বেশি অ্যাকাউন্ট টুইটার বন্ধ করা শুরু করেছে। এগুলোর
মধ্যে এক ব্যক্তি অনেক অ্যাকাউন্ট পরিচালনা করে—এমন অ্যাকাউন্টও ছিল। ৮
জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের টুইটার স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। টুইটার
কর্তৃপক্ষ জানিয়েছিল, কয়েক দিন ধরে ট্রাম্পের করা টুইটগুলো গভীরভাবে
বিশ্লেষণ করেই অ্যাকাউন্ট বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেসবুক আগেই
ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখার কথা জানিয়েছে।
রক্ষণশীলদের
কাছে সোশাসল মিডিয়ায় জনপ্রিয় প্ল্যাটফর্ম পার্লার থেকে পরে ট্রাম্প নিজস্ব
প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা করেন। পার্লার ইতিমধ্যে গুগল প্লে স্টোর থেকে
নিষিদ্ধ হয়েছে। অ্যাপল স্টোর থেকে সম্ভাব্য অপসারণ সম্পর্কে পার্লারকে আগেই
সতর্ক করা হয়েছিল।
Post a Comment
Thank You for your important feedback