মার্চ পর্যন্ত ওয়ার্ক ও ইমিগ্রান্ট ভিসায় নিষেধাজ্ঞা ট্রাম্পের

৩১ মার্চ পর্যন্ত ‘ওয়ার্ক ভিসা’, ‘ইমিগ্রান্ট ভিসা’-সহ বেশ কিছু ভিসার কাজ ৩ মাস স্থগিত রাখার নির্দেশ দিলেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের তরফে জানানো হয়, করোনা আবহে আমেরিকায় কাজের পরিস্থিতি খারাপ হয়েছে। বেড়েছে বেকারত্ব। এমনকী দেশের স্বাস্থ্য ও আর্থিক পরিকাঠামোতেও প্রভাব ফেলেছে এই করোনা। তাই আমেরিকাবাসীর স্বার্থের কথা ভেবেই ‘ওয়ার্ক ভিসা’, ‘ইমিগ্রান্ট ভিসা’-র কাজ আরও ৩ মাস স্থগিত রাখা হল। পরে পরিস্থিতি অনুযায়ী সেই নির্দেশের মেয়াদ বাড়ানো হতে পারে বলেও জানিয়েছেন ট্রাম্প।

উল্লেখ্য, ট্রাম্পের এই সিদ্ধান্তে বিপাকে পড়তে চলেছেন তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত বহু বিদেশি কর্মী। সমস্যায় পড়বেন আমেরিকায় কাজ করতে আসা ভারতীয়রাও। এছাড়া বহু সংস্থাও কর্মীসঙ্কটে ভুগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এইচ-১বি, এইচ-২বি-সহ বেশ কিছু অস্থায়ী ভিসার জন্য যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের এখন নতুন বছরের মার্চ মাস অবধি অপেক্ষা করতে হবে।                    


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post