প্ল্যাটফর্মে ছুটে আসছিল স্বয়ং মৃত্যুদূত। আর ওই পরিস্থিতিতে বৃদ্ধ মানুষটি রেললাইনে দাঁড়িয়ে জুতো ঠিক করছিলেন। আচমকা ট্রেন আসতে দেখে প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করলেন তিনি। কিন্তু ট্রেন ততক্ষণে একেবারেই সামনে চলে এসেছে। হাড়হিম করা এই দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। এই সময়ই সেখানে উপস্থিত হন এক আরপিএফ কর্মী, ছুটে এসে হ্যাঁচকা টানে প্ল্যাটফর্মে তুলে নেন ওই বৃদ্ধকে। কোনওরকমে প্রাণে বাঁচেন ওই বৃদ্ধ, এরপরই সিসিটিভি ক্যামেরায় দেখা গেল পরপর চড় কষিয়ে দিলেন ওই আরপিএফ কর্মী। ঘটনাটি বছরের প্রথম দিনের। ঘটনাস্থল মুম্বইয়ের দহিসার রেল স্টেশন।
ঠিক কী হয়েছিল সেদিন? ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ওই স্টেশনের অন্যদিকের একটি প্ল্যাটফর্ম থেকে ব্যারিকেড টপকে একটি প্ল্যাটফর্মে আসার চেষ্টা করছিলেন ৬০ বছর বয়সী এক বৃদ্ধ। কিন্তু প্ল্যাটফর্মে ওঠার সময়ই ঘটে বিপত্তি। তাঁর পায়ের জুতো খুলে যায়। ফলে লাইনের পাশে দাঁড়িয়ে সেটি পড়ে নিয়েই ফের প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করেন তিনি। ওই সময়ই ট্রেনটি একেবারে সামনে চলে আসে। ছুটে আসেন আরপিএফ কনস্টেবল এসবি নিকম। তিনিই প্রাণের মায়া ত্যাগ করে ওই বৃদ্ধের জীবন বাঁচান। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে প্রৌঢ়কে বাঁচানোর পর প্রথমেই তিনি তাঁকে দু’টি চড় কষিয়ে দেন।
দেখুন ভিডিও…
#WATCH | Maharashtra: A constable of Mumbai Police helped a 60-year-old man, who got stuck at a railway track, save his life at Dahisar railway station in Mumbai yesterday. pic.twitter.com/lqzJYf09Cj
— ANI (@ANI) January 2, 2021
Post a Comment
Thank You for your important feedback