পাঁচ ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে করোনার জৈব সুরক্ষা বিধি ভঙ্গের অভিযোগ সামনে আসার পর অস্ট্রেলিয়ার খবরের কাগজে আরও বিধিভঙ্গের খবর প্রকাশ্যে এল। সিডনি মর্নিং হেরাল্ড জানাচ্ছে, দেশে ফেরার আগে ভারতের ক্যাপ্টেন বিরাট কোহলি এবং অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া দোকানে গিয়ে কেনাকাটা করেছেন। তাঁরা একটি বেবি শপে গিয়েছিলেন মুখে কোনও মাস্ক ছাড়াই। তাঁরা দোকানের কর্মীদের জন্য ক্যামেরার সামনে পোজও দিয়েছেন। নিয়ম অনুসারে, তাঁদের মাস্ক পরে থাকা উচিত ছিল।
এরপর পাঁচ ক্রিকেটার রোহিত শর্মা, ঋষভ পন্থ, শুভমন গিল, নভদীপ সাইনি আর পৃথ্বী শ মেলবোর্নে এক রেস্তরাঁয় খেতে গিয়ে বিধি ভেঙেছেন এমন অভিযোগ উঠেছে। সেখানেও খেলোয়াড়রা মাস্ক পরেননি। বাইরে খাওয়ার নিয়.ম থাকলেও তাঁরা খেয়েছিলেন রেস্তরাঁর ভিতরে। তাঁদের আইসোলেশনে রাখা হয়েছিল। তবে করোনা পরীক্ষার পর টিম ইন্ডিয়ার সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে।
Post a Comment
Thank You for your important feedback