মঙ্গলবার দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প বসেছিল হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। সেই ক্যাম্পেই সকালে লাইনে দাঁড়িয়ে পড়েন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্যদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথীর কার্ড করালেন তিনি। হাতেও নিলেন সেই কার্ড। তিনি প্রাক্তন সাংসদ এবং বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর বেতন এবং প্রাক্তন সাংসদের পেনশনও নেন না। তবে স্বাস্থ্যসাথীর কার্ড করালেন নিজের নামে। কারণ তাঁর মতে, এই প্রকল্প ব্যাপক সাড়া ফেলেছে রাজ্যের মানুষের মধ্যে।
রাজ্য সরকারের সিদ্ধান্ত, ১০ কোটি মানুষকে এই স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা দেবে। সোমবারই নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বেতন, পেনশন কিছুই তিনি নেন না, তবে তাঁর ব্যক্তিগতভাবে একটি স্বাস্থ্যবিমা রয়েছে। এবার রাজ্যের নতুন প্রকল্প স্বাস্থ্যসাথী-র কার্ডটি তিনি করাচ্ছেন। মঙ্গলবার সকাল থেকেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের দুয়ারে সরকার ক্যাম্পে ব্যাপক পুলিশী নিরাপত্তার ব্যবস্থা করেছিল প্রশাসন। ভবানীপুরের জয়হিন্দ ভবনে এদিন গিয়ে লাইনে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।
Post a Comment
Thank You for your important feedback