সোমবার থেকে রাজ্যে শুরু হতে চলেছে রুশ ভ্যাকসিন
স্পুটনিক ভি (Sputnik V) -এর ট্রায়াল। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রাথমিক
পর্যায়ে কলকাতার পিয়ারলেস হাসপাতাল ও উত্তর ২৪ পরগনার সোদপুরে সাগর দত্ত
মেডিকেল কলেজ হাসপাতালে এই ভ্যাকসিনের ট্রায়ালের জন্য ছাড়পত্র দেওয়া
হয়েছে। আপাতত ৩০০ জন স্বেচ্ছাসেবককেই দেওয়া হবে স্পুটনিক ভি। ইতিমধ্যেই
তাঁদের কাছে বিষয়টি জানিয়ে এসএমএস পাঠানো হয়েছে বলে খবর। উল্লেখ্য, এথিক্স
কমিটির অনুমতি পাওয়ার পরই এই দুই হাসপাতালে রুশ ভ্যাকসিনের পরীক্ষামূলক
প্রয়োগ করা হবে।
ইতিমধ্যেই, শনিবার থেকে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে শুরু
হয়েছে 'কোভিশিল্ড' ও 'কোভ্যাক্সিন'- এর টিকাকরণ। 'স্পুটনিক ভি'-এর ট্রায়াল
সাফল্য পেলে খুব শীঘ্রই এই রুশ ভ্যাকসিনটিকেও ছাড়পত্র দেওয়া হতে পারে বলে
খবর। প্রসঙ্গত, গত বছরের শেষের দিকেই স্পুটনিক ভি-র দ্বিতীয় পর্যায়ের
গবেষণার জন্য ভারতে ডক্টর রেড্ডির সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয় রুশ টিকা
সংস্থাটি। সেই সময় ভ্যাকসিন পরীক্ষার জন্য ভারতের বিভিন্ন রাজ্য থেকে
ক্লিনিক্যাল সাইট বাছা হয়েছিল। সেই তালিকায় নাম ছিল সাগর দত্ত হাসপাতাল ও
পিয়ারলেস হাসপাতালের।
Post a Comment
Thank You for your important feedback