ঠান্ডা কমবে রাজ্যে

শীতের সময় একটু শীতকাতুরে হতে সবাই চায়,লেপকম্বল থেকে বেরোতে বেশ আলসেমি এবং বঙ্গবাসীর বক্তব্য, শীতের  সময় ঠান্ডা লাগবে না তো কিসের শীতকাল। কিন্তু শীতবাবাজি এসেও ভেলকি দেখাচ্ছে বেশ কয়েক বছর ধরে কারণ হিসাবে আবহাওয়াবিদরা বলে থাকেন পশ্চিমি ঝঞ্ঝা এবং পলিউশন। এবারেও ব্যতিক্রম নেই তাতে। এখন উত্তর, উত্তরপশ্চিম ভারত জুড়ে চলেছে হাড় কাঁপানো ঠান্ডা। দিল্লিতে ১.২ তাপমাত্রা তখন কলকাতায় ফের উধাও হবে শীত ?
আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার শুক্রবারের তুলনায় ঠান্ডা বেশি থাকবে, রবি থেকে মঙ্গলবার এই তাপমাত্রার হেরফের হবে না। কিন্তু বুধবার থেকে বাড়বে তাপমাত্রা। শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবারের সর্বোচ্চ ছিল ২৫.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৫%। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে বাধা পাচ্ছে উত্তুরে হওয়া, অন্যদিকে বাড়ছে পুবের গরম হওয়া এবং এই কারণে গরম বাড়বে।       

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post